পুজিঁবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুড তাদের কার্বনেটেড পানীয়ের ব্যবসা পুনরায় শুরু করতে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কার্বনেটেড পানীয়ের নমিকরণ করা হয়েছে ‘ভোল্ট’। এ নামেই বাজাড়ে আসছে তারা।এ জন্য “পুনরায় রোড শো” করবে প্রতিষ্ঠানটি। আজ ২০শে ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি সময়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত অনুষ্ঠিত হবে এই রোড শো। প্রতি মাসে প্রতিষ্ঠানটি উৎপাদন করবে ৪৮ হাজার ক্যারেটস (১ ক্যারেট= ২৪ পিস ২৫০মি.লি বোতল)।
আজকের বাজার /মিথিলা