২০১৯ সালের জুলাই থেকে পুনরায় বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করতে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে জাপান। বুধবার জাপান সরকার এই ঘোষণা দিয়েছে।
আইডব্লিউসির নীতিমালা অনুযায়ী, জাপানের প্রত্যাহার ৩০ জুন থেকে কার্যকর হবে। যার ফলে দেশটি জুলাই থেকে সমুদ্রের কাছাকাছি এবং নিজেদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে পুণরায় বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করতে পারবে।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
জাপান বাণিজ্যিকভাবে অ্যান্টার্কটিক মহাসাগরে তিমি শিকার করবে না। তবে দেশটি নিজেদের দাবি অনুযায়ী, গবেষণার খাতিরে তথাকথিত ‘বৈজ্ঞানিক তিমি শিকার’ করে।
আইডব্লিউসি ছেড়ে যাওয়ার হুমকি দেয়ার কয়েক মাস পর জাপানের এই প্রত্যাহারের ঘোষণা আসল।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আইডব্লিউসি একটি আন্তর্জাতিক সংস্থা। তাদের লক্ষ্য তিমি রক্ষা করা এবং ‘তিমি শিকার শিল্পের সুশৃঙ্খল উন্নয়নের’ পক্ষ নেয়া। জাপান ১৯৫১ সালে সংস্থাটিতে যোগ দেয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ