মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতির চাকা সচল রাখতে সবকিছু পুনরায় খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে নিহতের সংখ্যার দিক থেকে ব্রিটেনের অবস্থান এখন দ্বিতীয়। যুক্তরাষ্ট্রে করোনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭০ হাজার ছাড়িয়ে গেছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ব্রিটেনে বেড়ে হয়েছে ৩২ হাজার। ইউরোপে করোনায় পর্যুদস্ত ইতালি, স্পেন ও ফ্রান্সে সংক্রমণ ও মৃত্যুহার কমে এসেছে। সেখানে ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে আসবে বলে তারা আশা করছে। বিশেষজ্ঞদের ভয়াবহ বিশ্ব মন্দার আশংকার প্রেক্ষিতে অনেক দেশের সরকারই অর্থনীতিকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষায় লকডাউন শিথিলের উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষিতে আরিজোনায় মঙ্গলবার একটি মাস্ক তৈরির ফ্যাক্টরি সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আগামী পাঁচ বছরের জন্যে আমাদের দেশ বন্ধ রাখতে পারি না। তিনি নভেম্বরের নির্বাচনের আগে বিশ্বের বৃহত্তম এ অর্থনীতিকে চাঙ্গা করতে নিষেধাজ্ঞা শিথিলের জন্যে রাজ্য সরকার গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গত ২৪ ঘন্টায় আরো ২,৩৩৩ জন মারা গেছে বলে জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। এ সংখ্যা জুন নাগাদ দৈনিক তিন হাজার হতে পারে বলে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে। এদিকে দেশে দেশে স্থবির হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল করার প্রয়োজনীয়তা এবং মারাত্মক করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হচ্ছে। জার্মানীর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সতর্ক থাকার আহ্বান উপেক্ষা করেই বৃহত্তম রাজ্য বাভারিয়া বলছে, তারা চলতি মাসে রেস্টুরেন্ট ও হোটেলগুলো খুলে দেবে। হংকং শুক্রবার থেকে স্কুল, সিনেমা, বার, ও বিউটি পার্লারগুলো খুলে দিচ্ছে। রাশিয়ায় সংক্রমন ও মৃত্যু বাড়ছে। তারপরও রুশ সরকার বলছে, তারা ১২ মে থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল করতে শুরু করবে। উল্লেখ্য,গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বে এ পর্যন্ত এতে ২লাখ ৫৪ হাজার ৫৩২ লোক প্রাণ হারিয়েছে। খবর বাসস
আজকের বাজার/আখনূর রহমান