ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল পুনে’। উৎসবের অষ্টম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের তিন সিনেমা— সোহাগীর গয়না, আয়নাবাজি ও ভয়ংকর সুন্দর।
সিনেমা তিনটি স্থান পেয়েছে ‘স্পেকট্রাম এশিয়া’ বিভাগে। এর আওতায় সর্বশেষ এক দশকে এশিয়ার বিভিন্ন দেশে নির্মিত ১৪টি সিনেমা প্রদর্শিত হবে।
এ উৎসবে ১৫টি দেশের ৫০টি সিনেমা প্রদর্শিত হবে। ২৪ জানুয়ারি শুরু হয়ে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল পুনে’ শেষ হবে ৩০ জানুয়ারি।
‘সোহাগীর গয়না’ পরিচালনা করেছেন লতা আহমেদ। সম্প্রতি অনুষ্ঠিত ষষ্টদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি বাংলাদেশ প্যানারোমায় সেরা বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।
আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’ পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক সমাদরের পাশাপাশি একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে।
অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায় ২০১৭ সালে। প্রধান দুটি চরিত্রে অভিনয়ে করেছেন আশনা হাবিব ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।
আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮