পুরস্কার প্রত্যাখ্যান করলেন নাটালি

Natalie Portman weight changes

ইসরায়েলি বংশোদ্ভুত হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান ইসরায়েল থেকে দেওয়া একটি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি ইসরায়েলি আয়োজক সংস্থার বরাতে জানায়, গাজায় সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতার প্রতিবাদে নাটালি এ সিদ্ধান্ত নিয়েছেন। খ্যাতিম্যান এই অভিনেত্রীকে পুরস্কৃত করার জন্য আয়োজিত অনুষ্ঠান তার সিদ্ধান্তের পর বাতিল করেছে আয়োজক সংস্থা জেনেসিস।

সংস্থাটির ওয়েবসাইটে নাটালির একজন প্রতিনিধিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ইসরায়েলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা খুবই বেদনাদায়ক। এবং এ কারণে দেশটিতে কোনো অনুষ্ঠানে যোগ দেয়া তার পক্ষে সম্ভব নয়।

এদিকে আয়োজক কতৃপক্ষ জেনেসিস তাদের বিবৃতিতে বলেছে, আমরা তার নাটালির মানবিকতা বোধের প্রশংসা করি এবং জনসম্মুখে ইসরায়েলি সরকারের নীতির সমালোচনার অধিকারের প্রতিও সম্মান জানাই। তবে জেরুজালেমে আয়োজিত আমাদের অনুষ্ঠানে তিনি রাজনৈতিক কারণে হাজির হতে অস্বীকার করায় আমরা খুবই ব্যথিত।

আমাদের আশঙ্কা হচ্ছে, তার এই সিদ্ধান্তের কারণে আমাদের দাতব্য উদ্যোগটি রাজনীতিকরণের মুখে পড়তে পারে। নাটালি একজন ইহুদি এবং ইসরায়েলি জন্ম গ্রহণ করেন।

তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। মিলিয়ন ডলার মূল্যমানের জেনেসিস প্রাইজ ২০১৪ সাল থেকে দেয়া হয়। ইসরায়েল বা ইহুদীদের কল্যাণে কাজ করেছেন এমন কাউকে এটি দেওয়া হয়।

এস/