পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি টিনসেট দোতালা প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চলিয়ে দুপুর ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুনে আশপাশের ভবনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।