রাজধানীর পুরান ঢাকার শাহেব বাজার এলাকায় সোমবার রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত সুফিয়া বেগম (৬৫) রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক আব্দুল খান জানান, রাত ১০টার দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা রাত ১১টার দিকে সুফিয়া বেগমকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।