পুরান ঢাকায় ভবন ধস: আরেকজনের লাশ উদ্ধার

পুরান ঢাকার পাটুয়াটুলীতে ভবন ধসে পড়ার ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে বুধবার দিবাগত রাত ১২টার দিকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে ভবন ধসের ঘটনায় মোট দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাত ১টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়দুর রহমান জানান, রাজধানীর কোতোয়ালি থানার ৬ নম্বর পাটুয়াটুলীর আয়নাল হোসেনের বহু পুরনো পরিত্যক্ত দোতলা ভবনটিতে কয়েক বছর ধরে কলা ব্যবসায়ী বাবা ও ছেলে বসবাস করছিল। বুধবার দুপুর ১টা ২৩ মিনিটের দিকে ভবনটির আংশিক ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

আজকের বাজার/লুৎফর রহমান