বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি-গুড়ি বৃষ্টি। বিপিএলের কোনো খেলাও নেই। সময়টা একটু অন্যভাবে কাটালেন বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের দেশি-বিদেশি তারকারা। হাতের নাগালে সাকিব, আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার্ডদের পেয়ে দারুণ একটি বিকেল কাটিয়েছেন পুরান ঢাকাবাসী।
পুরান ঢাকার লালবাগ কেল্লায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ‘গলি ক্রিকেট ম্যাচ’ খেলেছেন ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওমেরা এলপিজি ছিল সাকিব-সাঙ্গাকারা-পোলার্ডদের প্রতিপক্ষ। ঢাকা ডায়নামাইটসের সকল ক্রিকেটাররা সেখানে উপস্থিত ছিলেন। দর্শকদের উপচে পড়া ভিড়, কিছুক্ষণ পর পর বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি এই ম্যাচটি। প্রথমে ব্যাট করতে নেমে সাকিবরা প্রতিটি বলকেই বাউন্ডারিতে পাঠাতে ব্যস্ত হয়ে পড়েন। দর্শকরাও চাচ্ছিলেন প্রতিটি বলই যেন আছড়ে পড়ে মাঠের বাইরে। তাতে উপস্থিত দর্শকের লাভ। কেননা বাউন্ডারির বাইরে অপেক্ষায় থাকা দর্শকরা সাকিব-আফ্রিদিদের পাঠানো সেই বলের মালিক হয়ে যাচ্ছিলেন।
দারুন এক বিকেল কাটানোর পর ডায়নামাইটস দলপতি সাকিব জানান, ‘এবারও আমরা শিরোপা জিততে চাই। দর্শকদের অনুরোধ করছি আপনারা আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন।’
বিপিএল তথা ক্রিকেটকে অলিতে-গলিতে ছড়িয়ে দিতে ঢাকা ডায়নামাইটস আয়োজন করে গলির এই ক্রিকেট। ম্যাচ শেষে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাট, বল, ক্যাপ এবং জার্সি বিতরণ করেন ডায়নামাইটসের খেলোয়াড়রা।
আজকের বাজার: সালি / ১৬ নভেম্বর ২০১৭