টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দক্ষ অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয় করলেও, তিনি সবসময় চর্চায় থাকেন তার একাধিক বিয়ের কারণে। ইতোমধ্যেই তিনি তিনটি বিয়ে সেরে ফেলেছেন। এখন তিনি রয়েছেন চার নাম্বর সম্পর্কে। যদিও তার চার নাম্বার সম্পর্কটিও ভাঙনের পথে।
শ্রাবন্তীর রয়েছে পুরুষদের প্রতি অগাধ ধারণা। আর পুরুষদের প্রতি অগাধ ধারণা থাকার ফলেই এ বিষয়ে নারীদের একটি বার্তা দিয়েছেন তিনি। শ্রাবন্তী বলেছেন, ‘প্রিয় মেয়েরা, সব পুরুষই কষ্ট দেয় না, কাঁদায় না, পৃথিবীতে অনেক পুরুষ আছে, যে তোমাকে রাণীর মতো করে রাখবে।’
ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথাটি লিখেছেন শ্রাবন্তী। এর সঙ্গে রয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে এক তরুণীর পায়ে জুতা পরিয়ে দিচ্ছেন এক তরুণ। সম্পর্কে তারা হয়ত প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী।
এদিকে শ্রাবন্তী সর্বশেষ সংসার করেছেন রোশান সিংয়ের সঙ্গে। ২০১৯ সালে বিয়ের পর গত বছরের শেষ দিকেই তারা আলাদা হয়ে যান। এরপর থেকে অবশ্য রোশান চেষ্টা করছেন সংসারটি জোড়া লাগাতে। এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু সাড়া দিচ্ছেন না শ্রাবন্তী।
বরং শ্রাবন্তী মজেছেন নতুন সম্পর্কে। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন তিনি। কিছু দিন আগে ওই প্রেমিকের জন্মদিনে পার্টি আয়োজন করেছিলেন নিজের বাসায়। এমনকি তাকে একটি হীরার আংটিও উপহার দিয়েছিলেন শ্রাবন্তী।
ক’দিন আগে ইনস্টাগ্রামে অভিরূপকে আনফোলো করেছেন শ্রাবন্তী। এ থেকে আবার সম্পর্কটি ভেঙে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। যদিও শ্রাবন্তী বা অভিরূপ কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান