২৯তম জাতীয় হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৬- ৩৩ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে। তীব্র প্রতিদ্বন্দিতামুলক ম্যাচে বিজয়ী দল প্রথমার্ধে ১৭-২০ গোলে পিছিয়ে ছিল।
একতরফা দ্বিতীয় সেমিফাইনালে বিজিবি ৩৯-১৪ গোলের বড় ব্যবধানে বান্দরবান জেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-০২ গোলে এগিয়ে ছিল।
আগামীকাল বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।
এর আগে দুপুর ১২টায় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে পরাজিত দুই দল বাংলাদেশ আনসার ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থি থাকেবন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া।
আজকের বাজার/লুৎফর রহমান