বেশ কয়েকটি সিরিজ ধরে দলের বাহিরে ভারতীয় তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাঠের বাহিরে থাকলেও জনপ্রিয়তায় ঘাটতি নেই ধোনির। মাঠের খেলায় যেমন অসংখ্য অর্জন তার নামের পাশে, মাঠের বাইরেও তার রসবোধ কম নয়। যেটা তাকে সর্বজন শ্রদ্ধেয় একজন নায়কে পরিণত করেছে।
সম্প্রতি ভারতের একটি বিবাহ বিষয়ক অনলাইন পোর্টালের ম্যাট্রিমনির অনুষ্ঠানে অংশ নেন ধোনি। যেখানে নিজের রসবোধের দারুণ এক পশরা সাজিয়ে বসেছিলেন ক্যাপ্টেন ।অনুষ্ঠানে বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য স্ত্রীকে খুশি রাখার বেশ কিছু মন্ত্র ও বুদ্ধি তুলে ধরেন ধোনি।
সে অনুষ্ঠানের একটি ভিডিও তার ফ্যান ক্লাবে প্রকাশিত হয়েছে। সেখানে ধোনি বলেন, ‘আমি একজন আদর্শ স্বামীর চেয়েও বেশি কিছু। কেননা আমার স্ত্রী যা করতে চায়, আমি তাকে সবই করতে দেই। স্বামী তখনই সুখী, যখন স্ত্রী সুখী। আমার স্ত্রী তখনই খুশি, যখন সে যা বলে ও করে তার যে কোনো কিছুতেই আমি হ্যাঁ বলি।
ধোনি আরও বলেন, ‘পুরুষ মানুষ সিংহের মতো, যতক্ষণ না তিনি বিয়ে করছেন।’
আজকের বাজার/আরিফ