এক্সিম ব্যাংক ২৯তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও বান্দরবান জেলা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও এবং এক্সমি ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় চলমান ২৯তম পুরুষ জাতীয় হ্যান্ডবল প্রতিযাগিতার দ্বিতীয় দিনে দ্বিতীয় রাউন্ডে নিজ নিজ খেলায় জয় পেয়েছে শীর্ষ চার বাছাইয়ের দুই দল পুলিশ ও বান্দরবান জেলা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম রাউন্ডের অপর ম্যাচগুলোতে রাজশাহী ২২-১০ গোলে পটুয়াখালীকে , যশোর ২২-১৪ গোলে ফরিদপুরকে, সুনামগঞ্জ ৩৫-১৪ গোলে নওগাঁকে, নড়াইল ২৭-২৪ গোলে চুয়াডাঙ্গাকে, মাদারীপুর ১৭-১০ গোলে জামালপুরকে ও চাঁপাইনবাবগঞ্জ ২৩-০৮ গোলে বাগেরহাট জেলাকে পরাজিত করে। ঝালকাঠি ও বরগুনার মধ্যকার ম্যাচটি ২০-২০ গোলে ড্র হয়েছে।
দ্বিতীয় রাউন্ডে বান্দরবান ৩৪-২২ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
দিনের শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ৩৮-২১ গোলে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে।
উল্লেখ্য, গত আসরের চার সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), বাংলাদেশ পুলিশ ও বান্দরবান জেলা দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে।
দ্বিতীয় রাউন্ডের শীর্ষ চার দল ৩১ ডিসেম্বর টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি।
আজকের বাজার/লুৎফর রহমান