বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০০৯ সালে ১০ হাজার প্রতিযোগীকে পেছনে পেলে হয়েছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার! প্রায় দশ বছর ক্যারিয়ারের এই সময়ে সুন্দরীর বৃহস্পতি তুঙ্গে। সিরিজ সাফল্যে যেন তার হাতের মুঠোয় বন্দি।
যে কোনো উৎসব আয়োজনে ছোট পর্দা ও নির্মাতাদের পছন্দের তালিকায় এখন তার নাম। আসছে ঈদে তার নাটকের তালিকা হবে সংক্ষিপ্ত। এমনটিই আভাস দিলেন মেহজাবিন।
এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, দর্শকের ভালোবাসা আমাকে ভালো নাটক কিংবা টেলিছবিতে কাজের দায়বদ্ধতা তৈরি করেছে। শুধু শুধু টিভিতে মুখ দেখিয়ে লাভ নেই। ঈদে কয়টি নাটকে অভিনয় করেছি, এটা মুখ্য নয়। কিন্তু কয়টি ভালো নাটকে অভিনয় করেছি সেটা মুখ্য।
তিনি বলেন, অনেকেই মনে করছেন ঈদের নাটক মানেই মেহজাবিন চমক। দর্শকের সেই আস্থাটুকু ধরে রাখতে চাই।
বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে মেহেজাবিন বললেন, সিনেমায় অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আগেই জানিয়ে রাখি, কোনো আর্ট ফিল্মে অভিনয় করব না। পরিবারের সবাই হলে গিয়ে উপভোগ করতে পারেন- এমন ছবি করতে চাই।
এস/