রোহিঙ্গা নির্যাতনসহ সৃষ্ট মানবিক বিপর্যয় রোধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্ববান জানিয়েছেন ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমদ আল-ওথাইমি।
রোববার(৬মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি’র ৪৫তম সম্মেলনে তিনি এ আহ্ববান করেন।
সম্মেলনে মহাসচিব বলেন, রোহিঙ্গাদের মানববাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় তিনি প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেয়ার কথাও জানান ।
আরজেড/