পুলিশি বাধার মুখে নাটোরে বিএনপির ধর্ষণ বিরোধী মানববন্ধন

দলীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই নাটোর শহরের আলাইপুর বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।

এ সময় কর্মসূচিতে অংশ নিতে আসা বিএনপি নেতা-কর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাধার মুখেই কিছু সময়ের জন্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন বিএনপি নেতা-কর্মীরা।

মানববন্ধন কর্সূচিতে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম রেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ বাধা দেয়ার অভিযোগ করেন।

নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধর্ষণবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।