নওগাঁ ও ঢাকায় উপনির্বাচনের ভোট কারচুপি ও ডাকাতির অভিযোগ এনে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে বিএনপি।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের শহীদ আবুল কাশেম সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টার পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, ‘বর্তমান অগণতান্ত্রিক সরকার স্বৈরাচারী স্টাইলে দেশ পরিচালনা করছে। তারা পুলিশ প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ সবকিছু দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে। অবৈধ এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ঢাকা-৫ ও নওগাঁর উপনির্বাচন এর সবচেয়ে বড় উদহারণ।’
বক্তারা অবিলম্বে নওগাঁ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন বক্তব্য দেন।