পুলিশি হেফাজতে নেয়া হল দীপিকা ও তার পরিবারকে!

শঙ্কা ও বিতর্ক যেনো কোনোভাবে পিঁছু ছাড়ছে না। মরু থেকেই একের পর এক হুমকি ধুমকি চলে আসছে। সঞ্চয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিটির মুক্তিকে ঘিরেই এসব চলে আসছে। ছবির নাম ভূমিকায় দীপিকা পাডুকোন অভিনয় করেছেন বলে তাকেও হুমকি দেয়া হয়েছে।
তাইতো এবার এই নায়িকার নিরাপত্তার জন্য তার বাড়ির সামনে পুলিশ প্রহরা দিচ্ছে। দীপিকার বাবা-মা’র নিরাপত্তার জন্যই মূলত এই নিরাপত্তার ব্যবস্থা করা। তবে দীপিকাও যে নিরাপত্তাহীনতায় ভূগছেন। দীপিকার বাবা-মা ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরু শহরে বসবাস করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে দীপিকার বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা দেয়া হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমকে কর্ণাটক রাজ্য পুলিশের পক্ষ জানিয়েছেন যে, গত ২১ নভেম্বর থেকে বেঙ্গালুরুর জেসি নগরে দীপিকার পরিবারের নিরাপত্তার জন্য দুজন পুলিশ রাখা হয়েছে। পরিবারের সদস্যরা যদি তাদের ব্যক্তিগত কাজেও বাড়ির বাইরে বের হয় তখনও তাদের সাথে পুলিশ থাকবে। দীপিকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন। সেখানে দীপিকার জন্যও বিশেষ নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দীপিকা তার বলিউডে অভিনয়ের সূত্র ধরেই দীর্ঘদিন যাবৎ মুম্বাইয়ে থাকেন।
কিন্তু তার পরিবারের সকলেই বেঙ্গালুরুতে বসবাস করেন। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা, ছোটবোন আনিশা ও দাদি অহিল্যা নিয়েই তার পরিবারবর্গ।
উল্লেখ্য, পদ্মাবতী সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের জন্য দীপিকা ও পরিচালক বানশালির মাথার জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতা ১০ কোটি রুপি পুরষ্কারের দিবেন বলে ঘোষণা করেছেন। ছবিটির মুক্তির কথা আগামী ১ ডিসেম্বর থাকলেও এখন তা পিছিয়ে ২০১৮ সালের কথা বলা হচ্ছে।
আজকের বাজার: সালি / ২৩ নভেম্বর ২০১৭