বুরকিনা ফাসো কর্তৃপক্ষ ১৮ জিহাদি নিহত হওয়ার কথা জানিয়েছে। দেশটির উত্তরে একটি পুলিশ ফাঁড়িতে তারা হামলা চালানোর চেষ্টাকালে পুলিশের পাল্টা অভিযানে তারা নিহত হয়। সেখানে জিহাদিদের উত্থান ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছে।
সৌম প্রদেশের অর্বিন্দতে বুধবারের হামলার পর এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘হামলাকারীদের উপস্থিতি টের পেয়ে পুলিশ দ্রুত পাল্টা অভিযান চালায়।’ বিবৃতিতে আরও বলা হয়, এ অভিযানে ১ পুলিশ কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, মটরসাইকেল ও জিপিএস সামগ্রি উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে বুরকিনা ফাসোর উত্তরে সেনাবাহিনীর দুই অভিযানে ৩২ ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার পর পুলিশ এ অভিযান চালায়। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান