সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন ব্রীজ এলাকায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (২৫ জুলাই) রাতে আহত এসআই আবু রায়হান আহমদ দক্ষিণ সুরমা থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় এসআই আবু রায়হান নূর দক্ষিণ সুরমার কদমতলী পুলিশ ফাঁড়ি থেকে বাসায় যাওয়ার সময় মোমিনখলা এলাকায় একটি মিছিলের সামনে পড়েন। এসময় কে বা কারা তাকে উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে তিনি আহত হন।
পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় পুলিশের এই সদস্য বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করলেন।
আজকের বাজার/এমএইচ