পুলিশের ওপর হামলার ব্যাপারে তদন্ত চলছে: কাদের

ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাবে পুলিশের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ ব্যাপারে তদন্ত চলছে। আশা করি পুলিশ এই চক্রকে চিহ্নিত করতে পারবে।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য এ হামলা তাদের হয়তো টেস্ট কেস হতে পারে। এই বিষয়ে সতর্কতা আছে।

আইএস দায় স্বীকার করছে এমন প্রসঙ্গে তিনি বলেন, এটা গুজব ছড়ানো হচ্ছে। তবে জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা দুর্বল হয়েছে হয়তো।

আজকের বাজার/এমএইচ