জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে গাড়িবহর নিয়ে ফেরার সময় হাইকোর্টের কদম ফোয়ারার সামনে দলটির দুই নেতাকে আটক করে পুলিশ। এ সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে নেতাদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের কদম ফোয়ারা মোড়ে এ ঘটনা ঘটে।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কদম ফোয়ারা মোড় ও হাইকোর্টের মাজার এলাকার আশপাশে অবস্থান নেয়।
এসময় পুলিশ তাদের একাধিকবার ছত্রভঙ্গ করে দেয়। এসময় সেখান থেকে পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও সোহাগ মজুমদার নামে দুই নেতাকে আটক করে।
পরে খালেদা জিয়ার গাড়িবহর হাইকোর্ট মোড় হয়ে ফেরার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর করে নেতাদের ছিনিয়ে নেয়।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, খালেদা জিয়ার মিছিল পুলিশ সব সময় খুব ধৈর্যের সঙ্গে সামাল দেয়। আজও পুলিশ ধৈর্য ধরেছিল। বিনা উসকানিতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়।
আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮