ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৭ মে) ভোররাতে রাণীশংকৈল উপজেলায় মীরডাঙ্গী দৌলতপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও এসপি ফারহাত আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবানের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত তালেবানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানান এসপি।
আজকের বাজার/আরআইএস