সোমবার হংকংএ পুলিশের গুলিতে, এক প্রতিবাদকারী গুরুতর ভাবে আহত হয়। এর ফলে গণতন্ত্রপন্থী প্রতিবাদ বিক্ষোভ নাটকীয় ভাবে তীব্র আকার ধারণ করে।
ভিডিও ফুটেজে দেখা যায় এক পুলিশ অফিসার সাদা কাপড় ও মুখোশ পরা এক প্রতিবাদকারীকে গ্রেপ্তার করার সময় বন্দুক তাক করে। অফিসার তারপর দ্বিতীয় এক প্রতিবাাদকারীকে লক্ষ্য করে গুলি চালায়। দ্বিতীয় প্রতিবাদকারীর পরনে ছিল কালো কাপড় এবং তিনি তাদের দিকে এগুচ্ছিলেন।
হংকং পুলিশ এই খবর নিশ্চিত করেছে যে একজন প্রতিবাদকারী কে গুলি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে আহত প্রতিবাদকারীর অবস্থা গুরুতর।
চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাস থেকে হংকংয়ে এ আন্দোলন-বিক্ষোভ শুরু হয়।
আজকের বাজার/লুৎফর রহমান