কোটা সংস্কারের আন্দোলন দমাতে আনা পুলিশের জলকামানের চাকার হাওয়া ছেড়ে দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নিলে আগে থেকে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দূরে সরে যান।
আশেপাশে থাকা পুলিশের গাড়িগুলো সরিয়ে নিতে পারলেও জলকামান সরাতে পারেনি পুলিশ। অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা জলকামানটির চাকার হাওয়া ছেড়ে দেন এবং সামনে পেছনে ট্রাক-বাস রেখে ব্যারিকেড তৈরী করেন।
দুপুর ২টা ২৫ মিনিট এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
আজকেরবাজার/এমআই/এস