সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার হারুন-অর-রশিদ কলেজর সামনে পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র খাদে পড়ে চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় নিহত মাহেন্দ্রচালক আব্দুস সামাদ মোড়ল (৪৫) নগরঘাটা এলাকার মৃত আছির মোড়লের ছেলে। প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন জানান, সাতক্ষীরা থেকে খালি মাহেন্দ্র নিয়ে পাটকেলঘাটা ফিরছিলেন চালক আব্দুস সামাদ। পথের বিনেরপোতা বাইপাস সড়কের সামনে ট্রাফিক পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। তবে আব্দুস সামাদ সিগন্যাল অমান্য করলে ট্রাফিক পুলিশ পেছন থেকে ধাওয়া করে। দ্রুত গতিতে মাহেন্দ্র চালাতে গিয়ে হারুন-অর-রশিদ কলেজের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চালক নিহত হয়েছেন শুনেছি। তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম বলেন, ‘বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় ট্রাফিকের কোনো সদস্য সেখানে ছিলেন না। কারা ধাওয়া করেছে আমার জানা নেই।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান