বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি ড. জাবেদপাটোয়ারী। বৃহস্পতিবার ২৫জানুয়ারি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
ড. জাবেদ পাটোয়ারী বর্তমান আইজিপি এ কে এম শহিদুল হকের স্থলাভিসিক্ত হবেন। আগামী ৩১ জানুয়ারি শহিদুল হকের মেয়াদ শেষ হচ্ছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেটের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি হতে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। ওইদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে।
আজকের বাজার:এসএস/২৫জানুয়ারি ২০১৮