সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।
রোববার (২৮ অক্টোবর) সকালে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের’ ব্যানারে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশ’ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেয়। দাবি আদায়ের লক্ষে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করে তারা।
তবে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওই এলাকা থেকে সরিয়ে দেয়।
এছাড়া ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের’ পাঁচজন যুগ্ম আহ্বায়ককে আটক করে পুলিশ। তারা হলেন- সামিনা, নাদিয়া, রায়না হক, জুবায়ের ও নদী।
‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের’ আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কোনো কারণ ছাড়াই পুলিশ পণ্ড করে দিয়েছে। তারা আমাদের পাঁচ নেতাকেও আটক করেছে।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দাবি ন্যায্য ও যৌক্তিক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।’
আজকের বাজার/এমএইচ