পুলিশের সঙ্গে গোলাগুলি, ডাকাত নিহত

ছবি : ইন্টারনেট

রাজধানীর তুরাগে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলিতে ১ ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার ২৯ মার্চ রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তুরাগ থানাধীন দিয়াবাড়ি ২ নম্বর ব্রীজ এলাকায় এ গোলাগুলি চলে।

নিহত ডাকাত জহিরুল ইসলাম ওরফে জহির (৩০) জামালপুরের কেন্দুয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গণি সাবু ও পরিদর্শক (অপারেশন) নুরুজ্জামানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

দক্ষিণখান জোনের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান বলেন, দক্ষিণখানে ডাকাতির ঘটনায় আটক ডাকাত সদস্য নিয়ে তুরাগের দিয়াবাড়ি এলাকায় পলাতকদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এতে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল তিনটি পিস্তল, ৩টি চাপাতিসহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।’

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযানের পাশেই রয়েছে র‍্যাব, পুলিশ ও ডিবির কয়েকটি টিম। সেই সাথে উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মমর্তারাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে এক ডাকাত সদস্যকে ধরাধরি করে ঢাকা মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখান থানাধীন দক্ষিণ মোল্লারটেক এলাকার ইঞ্জিনিয়ার মোতালেব মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুটি পিস্তলসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ এবং র‍্যাবের হাতে একজন গ্রেপ্তার হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

আরএম/