কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ৬০জন আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার সকাল ৯টা থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখা’র ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীর। এ সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অবরোধ তুলে নেয়ার চেষ্টা করলেও অবরোধ প্রত্যাহার করতে রাজি হয়নি শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের উপর কাদানে গ্যাস, রাবার বুলেট ও টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। এতে ৬০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়।
ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও এখনো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভিতেরে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকার নাইন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেও শিক্ষার্থীদে ফিরিয়ে আনতে পারিনি। পরে পুলিশ তাদের সরাতে কাদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
নাঈম/রাসেল