করোনাভাইরাসে নতুন করে পুলিশের ৬০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৪ জনে। সুস্থ হয়েছেন মোট ৫৮ জন।
আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটনের ৪৪৯ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। আর কোয়ারেন্টাইনে আছেন ১২৫০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। মারা গেছে আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৮২ জন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ পুলিশ সদস্য।