পুলিশ ইসির অধীনে নেই বলে ঐক্যফ্রন্টের অভিযোগ অসত্য: আইজিপি

পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নেই বলে জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগ অস্বীকার করে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী বলেছেন, পুলিশসহ সম্পূর্ণ প্রশাসান ইসির অধীনে রয়েছে।

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এ অভিযোগ পুরোপুরি অসত্য। পুলিশ বাহিনীসহ সম্পূর্ণ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে।’

জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তা এড়িয়ে যান পুলিশ প্রধান।

এর আগে জাভেদ পাটোয়ারী বলেন, ‘বর্তমানে দেশে যে পরিবেশ বিরাজ করছে, এমনটা থাকলে আমরা জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নির্বাচন নিয়ে আমাদের পরিকল্পনা জানাতে এখানে এসেছিলাম। এটা আমাদের নিয়মিত বৈঠকের অংশ।’

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রমুখ। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ