পুলিশ জনগণের বন্ধু হিসেবে পরিণীত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : ইন্টারনেট

বাংলাদেশ পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিণীত হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যার প্রমাণ আজ রমনা পার্কের পুলিশের আয়োজিত সংগীত অনুষ্ঠান।

আজ শনিবার রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ সারা বাংলাদেশের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে বর্ষ বরণের অনুষ্ঠান পালন করছে। আজ এখানে মানুষের ঢল নেমেছে। আপনাদের নাচ, গান ও আড্ডায় মাতিয়ে তুলবে পুলিশের এ সংগীত আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশের আইজিপি ড. জাভেদ পাটোয়ারি বলেন, আজ এখানে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে আসা সকলকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রােপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামন মিয়া বলেন, আমরা মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুষ্ঠান সংগীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে জেমস, সালমা লুইপা, ঐশী এবং পুলিশের সাংস্কৃতিক দলের সদস্যরা গান পরিবেশন করবেন।

এস/