পুলিশ ঐশ্বরিয়া!

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া কাজের বিষয়ে খুঁতখুতে স্বভাবের, এমন অভিযোগ বলিউডের অনেকের। কিন্তু শেষমেশ তার নির্বাচিত ছবি, চরিত্র প্রাণবন্ত করে ফুটিয়ে তোলা দেখে এ কথাও স্বীকার করেন, খুঁতখুঁতে বলেই অ্যাশের কাজ এত প্রশংসিত।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, চরিত্র উপস্থাপনা নিয়ে আরো একবার নির্মাতা শৈলেশ আর সিংয়ের সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন ঐশ্বরিয়া। নাম চূড়ান্ত না হওয়া এ নির্মাতার ছবিতে অভিনয় করবেন ঐশ্বরিয়া।

কিন্তু ঐশ্বরিয়ার শর্ত পরিচালককে তার চরিত্র ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে হবে। তাহলেই পুলিশের ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

জানা গেছে, ইতোমধ্যে নির্মাতা শৈলেশ সে শর্ত মেনেও নিয়েছেন। যেজন্য অ্যাশের চরিত্রে কতটা ভিন্নতা আনা যায়, তা নিয়ে নিয়মিত বৈঠকে বসছেন। বৈঠকের আরেকটি কারণ এ ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে থাকছেন অভিষেক বচ্চন। এর মাধ্যমে প্রায় ৮ বছর পর আবারো পর্দায় জুটি হচ্ছেন তারা।

আজকেরবাজার/এমা