শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রোববার রাতে পুলিশ পাহাড়ায় ক্যাম্পাস ছেড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।
এ সময় আন্দোলনরত থাকা শিক্ষার্থীরা উপাচার্যকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘ভিসি সাহেব রাত সাড়ে ৮ টার দিকে ফোন করে জানান জরুরি অফিসিয়াল কাজে তিনি ঢাকা যাবেন। এজন্য পুলিশ দিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার অনুরোধ করেন। তাই পুলিশ পাহারা দিয়ে তাকে বাংলো থেকে বের করে আনেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ‘আমাদের কাছে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন। তাই চিকিৎসকের কাছে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশন চেয়েছেন। আমরা তাকে পুলিশ প্রটেকশনে বাংলো থেকে বের করে দিয়েছি। তবে তিনি কোথায় গেছেন তা আমাদের জানা নেই ’
তবে শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উপাচার্য নাসিরউদ্দিনকে প্রত্যাহারের জন্য দিনের বেলায় শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ দেয়ায় পর রাতের আধারে ক্যাম্পাস ছেড়েছেন তিনি। তার পদত্যাগ এখন সময়ের ব্যাপার বলে জানান তারা।
আজকের বাজার/এমএইচ