পুলিশ ব্যারাকে নারী কনস্টেবলের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ব্যারাকে গলায় ফাঁস দিয়ে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী কনস্টেবলের নাম তাসলিমা আক্তার (২৩)। তাসলিমা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল থেকে তাসলিমার ডিউটি থাকলেও তিনি ডিউটিতে যাননি। ব্যারাকের অন্যন্যরা ডিউটিতে চলে যাওয়ার পর দুপুর ১২টায় ব্যারাকের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ব্যারাকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশের অন্য সদস্যরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গত ছয় মাস আগে এনজিওকর্মী মো. ওয়াসিম মিয়ার সঙ্গে ওই নারী কনস্টেবলের বিয়ে হয়। দাম্পত্য কলহ নাকি অন্য কোন কারণে তাসলিমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্ততের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ