পুয়ের্তোরিকোর উত্তরপশ্চিম উপকূলে সোমবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
খবর এএফপি’র।
সংস্থা আরো জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ২৩মিনিটে সান অ্যান্টোনিও’র ৬২ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
২০১০ সালে হাইতিতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আড়াই লাখের বেশি লোক প্রাণ হারায় এবং দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০।