মঙ্গলবার সকালে পুয়ের্তো রিকো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে। সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকবার ভূমিকম্প হয়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ৪। প্রাথমিক ভাবে তারা বলেছিল ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ৬।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সুনামি সর্তকতা জারি করে কর্তৃপক্ষ। পরে তা বাতিল করে দেওয়া হয়।
স্থানীয় সময় ভোরে ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
দেশটির দক্ষিণের পনস শহরের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক বলেন, ভূমিকম্পের ফলে দেশটির বিদ্যুৎ সরাবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান