পূণ্যভূমি সিলেটে প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার উদ্দেশ্যে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানন্দরে অবতরণ করেন।

বিমানন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা প্রথমে হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করবেন। এর মধ্যদিয়ে  নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

এ সময়  অন্তত ২২টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল তিনটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি।

আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮