পূবালী ব্যাংকের লভ্যাংশ প্রদান

শেয়ারহোল্ডারদের বিও হিসাবে গেল হিসাব বছরের বোনাস  শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পূবালী ব্যাংক  লিমিটেড। যার পুরোটাই নগদ। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এ লভ্যাংশ দেয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে পূবালী ব্যাংক। গেল হিসাব বছরে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা,  যা আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৮৫ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭৬ পয়সা ইপিএস দেখিয়েছে ব্যাংকটি। আগের বছর একই সময়ে যা ছিল ৩৭ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৫৯ পয়সায়।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক খাতের কোম্পানিটি। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৪ পয়সা।

ডিএসইতে সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩১ টাকা ও সর্বনিম্ন ১৭ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৫ দশমিক ৫৮, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৭ দশমিক ৫৩।

আজকের বাজার: আরআর/ ২৮ মে ২০১৭