রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচল নতুন শহরে নির্মিত হবে ৬৫টি ব্রিজ। এজন্য সংশোধিত উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় (ডিপিপি) ৩৪৭ কোটি টাকার সংস্থান রয়েছে। এর মধ্যে ৩৬টি ব্রিজ নির্মাণকাজ শেষ হয়েছে। আরও ২৪টির কাজ চলমান, যা চলতি বছরের জুনের মধ্যে শেষ হবে।
রোববার (৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম এবং মুহিবুর রহমান মানিক অংশ নেন।
বৈঠকে জানানো হয়, রাস্তা প্রকল্পে পূর্বাচল অভ্যন্তরে সারফেস ড্রেনসহ প্রায় ৩১৯ দশমিক ২ কিলোমিটার রাস্তার মধ্যে ২২৫ কিলোমিটার নির্মাণকাজ শেষ হয়েছে। এর মধ্যে গাজীপুর অংশে বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে ৪৫ কিলোমিটার বাকি ৯টি গ্রুপে ৩০ কিলোমিটার রাস্তার কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে। অবশিষ্ট ১৯ দশমিক ৮৮ কিলোমিটার কাজের অনুমোদন দরপত্র প্রক্রিয়াধীন।
বৈঠকে হাই রাইজ বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া নকশাবহির্ভূত ইমারত নির্মাণ বন্ধ করতে ভিজিল্যান্স কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়। সূত্র – জাগো নিউজ
আজকের বাজার/ এ.এ