পূর্বাচল ৩০০ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের নিচ থেকে শুক্রবার তিন বন্ধুর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দয়ের হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই শফি উদ্দিন শনিবার সকালে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ওসি মনিরুজ্জামান।
জানা গেছে, তিন বন্ধু আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ (৩২), আব্দুল ওয়াহেদের ছেলে নুর হোসেন এবং মৃত শহিদুল্লাহর ছেলে সোহাগ (৩৫) রাজধানীর মুগদা এবং মহাখালী বসবাস করতেন। তারা ঝিনাইদহ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা।
বুধবার রাত ১টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শিমুলের বাসা থেকে ফেরার পথে তারা নিখোঁজ হন।
তাদের পরিবারের সদস্যরা সায়েদাবাদ বাস টার্মিনালে যোগাযোগ করলে সুপারভাইজার জানান, সাদা পোশাকের পুলিশ তাদের তিনজনকে তুলে নিয়ে গেছে।
লাশ উদ্ধারের খবর পেয়ে শুক্রবার সকালে স্বজনরা থানায় যান এবং তাদের শনাক্ত করেন।
শিমুলের মা চায়না বেগম জানান, শিমুল নুর হোসেনের শ্যালক। শিমুল, নুর এবং সোহাগ তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। তারা ঝুট এবং ক্যাবল ব্যবসা করতেন বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ