বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটসের আয়োজনে চারদিনব্যাপি পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মেলা চলবে রোববার পর্যন্ত।
ঢাকার হোটেল ওয়েস্টিনে মেলাটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
একই মেলা চট্টগ্রাম, আমেরিকার নিউইয়র্ক ও কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অধ্যূষিত বিভিন্ন শহরে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার পরিকল্পনা নিয়েছে। “এবার হোক-জমিতেই বিনিয়োগ” শ্লোগানকে সামনে রেখে ইউএস-বাংলা এসেট্স এ মেলায় দিচ্ছে সুবর্ণ সুযোগ।
পূর্বাচল আমেরিকান সিটির প্রকল্পে সর্বশেষ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ডুপ্লেক্স জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে হস্তান্তরের পরিকল্পনাও করেছে ইউএস-বাংলা এসেটস।
রাসেল/