পূর্বাঞ্চলীয় সেভেরোডোনেটস্ক শহরে চলছে তুমুল লড়াই। রুশ সৈন্যদের মোকাবেলায় ইউক্রেনের সৈন্যরা এ যাবত যতো যুদ্ধ করেছে এটি তার মধ্যে সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একইসঙ্গে তিনি বলেছেন, পূর্বাঞ্চলীয় সেভেরোডোনেটস্ক শহরের উপর পুরো দনবাস অঞ্চলের ভাগ্য নির্ভর করছে।
রুশ বাহিনীর লক্ষ্য হচ্ছে, পূর্ব ইউক্রেন পুরোটা দখলে নেয়ার। এ ক্ষেত্রে সেভেরোডোনেটস্ক শহরের নিয়ন্ত্রণ নেয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কয়েকদিনের লড়াই শেষে ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন, রুশ সৈন্যরা শহরটির বড়ো অংশ দখলে নিয়েছে। অবিরাম গোলাগুলির কারণে ইউক্রেন বাহিনীকে পিছু হটা লাগতে পারে বলেও কর্মকর্তারা উল্লেখ করেন।
এদিকে জাতির উদ্দেশে দেয়া সান্ধ্য ভাষণে জেলেনস্কি বলেন, ওই শহরের যুদ্ধ খুবই তীব্র, কঠিন। সম্ভবত চলমান এ যুদ্ধের সবচেয়ে কঠিনতম লড়াই এটি।
তিনি বলেন, নানাভাবেই সেখানে আমাদের দনবাসের ভাগ্য নির্ধারিত হচ্ছে।
উল্লেখ্য, লুগানস্কে নদী দ্বারা বিচ্ছিন্ন সেভেরোডোনেটস্ক ও লাইসিচানস্ক শেষ দ’ুটি শহর যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।