‘পৃথিবীর কোনো রাজনীতিবিদের ওপর এত অত্যাচার  হয়নি’

 জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার ওপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, তা পৃথিবীর কোনো রাজনীতিবিদের ওপর হয়নি। ১২ বছর জেলে ছিলাম। আমার পার্টির সবাই জেলে ছিল। তা সত্ত্বেও জাতীয় পার্টি জনগণের ভালোবাসায় আজও বেঁচে আছে।’ এই ভালোবাসার দাবি নিয়ে ভবিষ্যতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান এরশাদ।

শনিবার ৩ফেব্রুয়ারি বেলা ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন এরশাদ।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশের অবস্থা ভালো না। সমস্ত জিনিসপত্রের দাম বেশি। সবকিছু সিন্ডিকেট কন্ট্রোল করে। আর সিন্ডিকেট কোনো দলের হতে পারে বলেন? মানুষ এ অবস্থার পরিবর্তন চায়।’

আজকের বাজার:এসএস/৩ফেব্রুয়ারি ২০১৮