মাগুরায় পেঁয়াজ বীজে সমৃদ্ধির স্বপ্ন দেখছেন কৃষকরা। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে উচ্চফলনশীল বারি-১ জাতের পেঁয়াজ বীজের চাষ। এ বীজ সংগ্রহ ও বিক্রি করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। মাগুরা জেলা কৃষি অফিস জানায়, চলতি বছর জেলার মোট ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১০ হেক্টর, শ্রীপুরে ২০, শালিখায় পাঁচ ও মহম্মদপুর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫ হাজার কেজি পেঁয়াজ বীজ ধার্য করা হয়েছে।
কৃষি অফিসের দেয়া তথ্য মতে, উচ্চফলনশীল বারি পেঁয়াজ-১ জাতটি স্থানীয় কৃষকদের কাছে তাহেরপুরি নামে পরিচিত। এ জাতের ১ কেজি বীজে প্রায় ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা যায়। যা স্থানীয় জাতের বীজের তুলনায় প্রায় দ্বিগুণ। এ বছর বারি-১ জাতের বীজও ভালো হয়েছে। চলতি মৌসুমে এ জাতের প্রতি কেজি বীজ বিক্রি হয়েছে ২ হাজার থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। এ বছরও পেঁয়াজের বীজ ভালো হয়েছে। আগামী মৌসুমে বীজের ভালো দাম পাবেন আশা করছেন কৃষকরা।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামাণিক জানান, চলতি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ সংরক্ষণ প্রকল্পের আওতায় কৃষকদের বারি-১ জাতের চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। এছাড়া কিছু জমিতে শীতকালীন বারি পেঁয়াজ-৪ উচ্চফলনশীল জাতের বীজের চাষও হয়েছে। মাঠে ফলনের অবস্থা ভালো। এ বীজ আগামী মৌসুমে পেঁয়াজের উৎপাদন বাড়তে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান