পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের সিদ্ধান্তে বুধবার হতাশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
তিনি বলেন, ‘বৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন কমে গেছে এবং এ বিষয়ে সরকারের একটি বিকল্প পরিকল্পনা থাকা উচিত ছিল।’
রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত এক কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, দেশের বাজারে পেঁয়াজের সংকট সামাল দিতে সরকার পণ্যটি আমদানির জন্য আপ্রাণ চেষ্টা করছে।
‘দেশের বাজারে পেঁয়াজের এ সংকট সাময়িক বিপত্তি…আমরা বিদেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা করছি,’ বলেন তিনি।
তিনি উল্লেখ করেন যে সংকট মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় মিসর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আনতে যাচ্ছে।
মন্ত্রী বলেন, বেশি দামে পেঁয়াজের বিক্রি বন্ধ করার জন্য পাইকারি বাজারে অভিযান শুরুর পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এ পণ্যটি ‘ন্যায্যমূল্যে’ বিক্রি করা হচ্ছে।
‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে পেঁয়াজ আমদানি দ্রুত করতে পদক্ষেপ নেয়া হয়েছে,’ বলেন তিনি।
ফল আর্মি ওয়ার্ম বিষয়ক এ কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি সচিব নাসিরুজ্জামান, অতিরিক্ত অর্থ সচিব সুলতানা আফরোজ, এফএও এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন ও বিইআরসির নির্বাহী চেয়ারম্যান কবির ইকরামুল হক। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মুয়িদ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ