কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মে) সকাল ৯টার দিকে ইউনিয়নের ধনিয়াকাটা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম জারিয়া সুলতানা খুকি। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার ছালেহ আহমদের ছেলে আফ্রিকাপ্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
নিহতের ভাই মো. সোহেল জানান, তার বোন দীর্ঘদিন ধরে স্বামী জসিম উদ্দিনের সঙ্গে আফ্রিকায় ছিলেন। আফ্রিকায় স্বামী জসিম উদ্দিন তাকে নির্যাতন করায় একপর্যায়ে সে দেশে চলে আসতে বাধ্য হয়।
এ ঘটনায় আদালতে মামলাও হয়েছে। এ কারণে বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তার মেয়ে ইপসিয়া কুতুবদিয়ায় দাদার বাড়িতে থাকে। গত এক মাস আগে একে অপরকে তালাক দিয়ে দেয়।
তার স্বামী কর্তৃক নির্যাতন ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। জসিম উদ্দিন বর্তমানে আফ্রিকায় অবস্থান করছেন।
পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ