ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার ইসলামী প্রজাতন্ত্রের নবম প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করেছেন। এই মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। খবর এএফপি’র।
খামেনির দপ্তরের পরিচালকের দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি জ্ঞানী, সৎ, জনপ্রিয় এবং পান্ডিত্যপূর্ণ পেজেশকিয়ানের ভোট (পক্ষে) সমর্থন করি এবং আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ প্রদান করছি।’
মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়ার কথা রয়েছে। (বাসস ডেস্ক)