পেটে ব্যথা। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। এরপর অস্ত্রোপচার করতেই পেট থেকে বেরিয়ে এল ১০ কেজির টিউমার। ঘটনাটি আসানসোলের।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, কয়েকদিন ধরেই পেটে ব্যথা হচ্ছিল ওই নারীর। চিকিৎসকের কাছে যেতেই তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। সেসব পরীক্ষাও হয়। রিপোর্ট দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক।
এরপর অপারেশন টেবিলে এই নারীর পেটে কাঁচি চালাতেই থ হয়ে যান চিকিৎসক। পেট থেকে বেরিয়ে আসে বিশাল টিউমার।
আসানসোল রেল হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সুস্থ আছেন তিনি।
আজকেরবাজার/এস